টানা দুই হারে এশিয়া কাপ থেকে নিশ্চিত বাংলাদেশের বিদায়
- আপডেট সময় : ০২:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
সুপার ফোরে টানা দুই হারে এশিয়া কাপ থেকে নিশ্চিত বাংলাদেশের বিদায়। প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা ৯ উইকেটে ২৫৮ রান করে। তাড়া করতে নেমে ৪৮.১ ওভারে ২৩৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এমন হারে দলের ব্যাটিং ব্যর্থতাকেই দুশলেন টাইগার অধিনায়ক অধিনায়ক সাকিব আল হসান।
আরও একটি এশিয়া কাপের ম্যাচ, আরো একটি ব্যাটিং বিপর্যয়ের ইনিংস বাংলাদেশের। শ্রীলঙ্কার দেয়া টার্গেট থেকে ২১ রান দূরত্বে থেমেছে বাংলাদেশের ইনিংস। ফলে চলতি এশিয়া কাপের ফাইনাল খেলা হচ্ছে না সাকিব আল হাসানদের।
এশিয়া কাপ থেকে বিদায় নেয়ার ম্যাচে বাংলাদেশ দলের একমাত্র শান্তনা তওহীদ হৃদয়ের ৮২ রানের ইনিংস।
২৫৮ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ভাল শুরু পেলেও, ২৮ রানের ব্যবধানেই টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ, বলে মন্তব্য করেন অধিনায়ক সাকিব আল হাসান।
সম্প্রতি দলের ব্যাটিং পারফরমেন্স আশানুরুপ হচ্ছে না বলেও মনে করেন সাকিব। তবে বিশ্বকাপের আগে দলের এই দুর্বলতার জায়গা নিয়ে কাজ করতে চান টাইগার অধিনায়ক।
সুপার ফোরে টানা দুই হারে টাইগারদের এশিয়া কাপ মিশন প্রায় শেষ। তবে ১৫ সেপ্টেম্বর নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল।