টানা দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
টানা দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। সেমিফাইনালে ইরাকে ৫৫-৩৬ পয়েন্ট হারিয়ে শিরোপার মঞ্চ নিশ্চিত করে স্বাগতিকরা।
ঐতিহ্য এবং শক্তির বিচারে যোজন যোজন দূরত্বে এগিয়ে থাকা বাংলাদেশকে শুরুতে চ্যালেঞ্জ জানায় ইরাক। হাসান ফায়েজ-মোহাম্মদ হাদিদের দুর্দান্ত রেইডে কিছুটা এলোমেলো হয়ে যান তুহিন তরফদার-আরদুজ্জামানরা। বাংলাদেশের চারজনকে আউট করে ১০-১০ পয়েন্টে সমতা আনেন ফায়েজ। শুরুতে খেই হারিয়ে ফেলা বাংলাদেশ এরপর জেগে ওঠে। দু’বার ইরাককে অলআউট করা স্বাগতিকরা প্রথমার্ধে ৩০-১৭ পয়েন্টে এগিয়ে যায়। বিরতির পর স্বাগতিকদের কাছে পাত্তা পায়নি ইরাক। শেষ পর্যন্ত তিনটি লোনাসহ ইরাককে ৫৫-৩৬ পয়েন্টে হারিয়ে শিরোপার মঞ্চে লাল সবুজ প্রতিনিধিরা। বৃহস্পতিবার বিকেল ৫টায় ফাইনালে কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।