টানা নয় জয়ের পর কলম্বিয়ার বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে সেলেসাওরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
অবশেষে থেমেছে ব্রাজিল। টানা নয় জয়ের পর কলম্বিয়ার বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে সেলেসাওরা। তবে, জিতেছে আর্জেন্টিনা। বিগ ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।
ব্রাজিলের বিপক্ষে শুরুতেই চমকে দিয়েছিলো কলম্বিয়া। ব্রাজিল রক্ষণে ভীতি ছড়ান হুয়ান কুইনতেরো। তবে স্বাগতিকদের ফিনিশিং দুর্বলতায় দুবার রক্ষা পায় সেলেসাওরা। দ্বিতীয়ার্ধেও ছন্নছাড়া ফুটবল খেলে ব্রাজিল। সে সুযোগে ৬৪ মিনিটে এগিয়ে যেতে পারতো কলম্বিয়া। সেবারও গোলরক্ষখ আলিসনে রক্ষা পায় সেলেসাওরা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে কলম্বিয়া-ব্রাজিল। অন্য ম্যাচে উরুগুয়ের বিপক্ষে প্রথম দুই গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। ৩৮ মিনিটে মেসির গোলে লিড এরপর ৪৪ মিনিটে ব্যবধান বাড়ান ডি পল। ৬২ মিনিটে মার্টিনেজ গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।