টানা বর্ষণে যশোরের সবজিসহ রবি ফসলের ব্যাপক ক্ষতি
- আপডেট সময় : ০২:৫৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ঘুর্ণিঝড় জাওয়াদ’র প্রভাবে টানা বর্ষণে যশোরের সবজিসহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে বাজারে সব ধরণের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিরা পড়েছেন চরম অনিশ্চিয়তায়। এই অবস্থায় সরকারের কাছে প্রণোদনা দাবি করছেন তারা।
ঘুর্ণিঝড় জাওয়াদের কারণে গত দুইদিনের ১৯০ মি.লি বৃষ্টি হওয়ায় যশোরে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন সবজি, সরিষা, মসুর, আলু, গম ও বোরো বীজতলা। কৃষি বিভাগের তথ্য মতে, ১২ হাজার ২৭০ হেক্টর শীতকালীন সবজি ক্ষেতের মধ্যে প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল, ৫ হাজার ৭০৫ হেক্টর মসুর ক্ষেতের মধ্যে ৪ হাজারা ১শ’ হেক্টর, ১৫ হাজার ৮৯০ হেক্টর সরিষার ক্ষেতের মধ্যে প্রায় ১০ হাজার হেক্টর, ৯৩৫ হেক্টর আলুর ক্ষেতের মধ্যে প্রায় ৩শ’ হেক্টর, প্রায় ৫শ’ হেক্টর গম ক্ষেতের মধ্যে ২শ’১০ হেক্টর এবং ৩৭৫ হেক্টর বোরো বীজতলার মধ্যে ২৫০ হেক্টর বীজতলা তলিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, শীতকালীন সবজি বাজারে উঠানোর মূহুর্তে ক্ষেতগুলো বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ৭০ ভাগ ফসলই নষ্ট হয়ে যাবে। এতে করে বড়ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। এ ক্ষতি কোনভাবেই পুষিয়ে ওঠা সম্ভব হবে না
এদিকে কৃষি বিভাগ বলছে, ঘুর্ণিঝড় জাওয়াদের কারণেই ফসলের যে ক্ষতি তা অপুরণীয়। তবে কৃষকরা যাতে ক্ষতি কাটিয়ে উঠতে পারেন তার জন্য আগামীতে তাদের প্রণোদনার আওতায় আনা হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীর কাজ শুরু করেছে কৃষি সম্প্রষারণ অধিদপ্তর।