টানা বর্ষণ, পাহাড়ি ঢলে জামালপুরে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
- আপডেট সময় : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৩১ বার পড়া হয়েছে
টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কুড়িগ্রামে।
কুড়িগ্রামে তিস্তা-ধরলা-দুধকুমার নদীর পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্র অববাহিকার চর, দ্বীপচরসহ নিম্নাঞ্চলের ঘরবাড়ীতে এখনও জমে আছে পানি। পানিতে তলিয়ে ভেঙ্গে পড়েছে রাস্তাঘাট। পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র নদের ভাটিতে পানি বৃদ্ধি পাওয়ায় পানি নামতে কিছুটা সময় লাগতে পারে।
পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাই, জিঞ্জিরামসহ জেলার সব শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হয়েছে ইসলামপুর উপজেলার চিনাডুলি, প্রাথর্শী, সাপধরী, মেলান্দহের মাহমুদপুর এবং দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নের নদী তীরবর্তী নিন্মাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার অন্তত ৪০ হাজার পরিবার।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বন্যা পরিস্থতির অবনতি হয়েছে। ২৪ ঘণ্টায় জেলার শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে বিপৎসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। ফলে ভাঙ্গন দেখা দিয়েছে নদী তীরবর্তী চৌহালী ও শাহজাদপুরে।