টানা শৈত্যপ্রবাহে গাইবান্ধায় বোরো বীজতলা ও রবি ফসল ক্ষতিগ্রস্ত
- আপডেট সময় : ০২:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহে গাইবান্ধায় বোরো বীজতলা ও রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন এলাকায় আগাম শাক-সবজি চাষ করলেও প্রচন্ড শীতে এরই মধ্যে বেশীর ভাগ ক্ষেতে দেখা দিয়েছে পতা পচে যাওয়াসহ নানা রোগ। কীটনাশক দিয়েও দূর হচ্ছেনা রোগবালাই।
গত কয়েকদিনের ঘন কুয়াশায় গাইবান্ধার বিভিন্ন উপজেলায় বোরে বীজতলা ও রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর, টিয়াগাছা, ভাতগ্রামসহ বেশ কয়েকটি এলাকায় ধানের বীজতলা, সীম, আলু, টমেটোসহ বিভিন্ন রবি শস্যর পাতা মোড়ানো, পাতা পচে যাওয়াসহ নানা রোগ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও লাভ হচ্ছে না ।
ঘন কুয়াশার বোরো বীজতলায় কোল্ড ইনজুরি ও আলুতে লেটব্লাইট দেখা দিয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় কৃষকদের পরামর্শসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে, বললেন এ কৃষি কমকর্তা।
এবার শুধু সাদুল্যাপুরে ১৫ হাজার ৯ হেক্টর জমিতে বোরো এবং ১ হাজার হেক্টরে রবি শস্য চাষ হচ্ছে ।