টানা ১০ দিন বিরতির পর সকাল ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
টানা ১০ দিন বিরতির পর সকাল ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়েছে। জাতীয় পার্টির নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী মারা যাওয়ায় অধিবেশন শুরুতেই শোক প্রস্তাব তোলা হয়।
এসময় উপিস্থত ছিলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসুদা এম রশীদের স্মৃতি চারণ করতে গিয়ে সংসদ সদস্যরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। চট্টগ্রামে জন্ম নেয়া এই নেত্রীর নানা কর্মকাণ্ড সংসদে তুলে ধরেন তারা। দুজন সংসদ সদস্য মারা যাওয়ার কারণে গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন দুই দফা মুলতবি করা হয়। সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে প্রথম দিনের বৈঠক এবং হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে পরের দিন ২ সেপ্টেম্বরের বৈঠক মুলতবি করা হয়।