টানা ৪ দিন ধরে করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
ঈদের পর টানা ৪ দিন ধরে সংক্রমণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এই সময়ে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ মে থেকে সংক্রমণ রেখা আবার ঊর্ধ্বমুখী। ঈদের ছুটি শেষে বেড়েছে কোভিড-১৯ শনাক্তের পরীক্ষা। সঙ্গে সঙ্গে নতুন রোগীও প্রতিদিন বাড়ছে। সে সঙ্গে মৃত্যুও বাড়তে দেখা যাচ্ছে। গেল ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৩৭ জনের। মোট মৃত্যুর সংখ্যা ১২ হাজার ২৪৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা সংক্রমণের ৪৩৮তম দিনে অধিপ্তরের পাঠানো বিজ্ঞপ্তীতে আরো জানানো হয় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জনে।