টানা ৬ দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পুণরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু
- আপডেট সময় : ১২:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
টানা ৬ দিন বন্ধ থাকার পর দেশের স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পুণরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। কার্যক্রম চলছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও।
সকাল থেকে এই কার্যক্রম চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন। এর আগে, গেল ১১ অক্টোবর সনাতন ধর্মাবল্বমীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা এবং ভারতের ফুলবাড়ি বন্দরের আমদানি-রপ্তানিকারকদের যৌথ সিদ্ধান্তে এই স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়
……..
এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে সাতক্ষীরার ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্ধর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ভারত-বাংলাদেশের সংশিষ্ট বন্দর এলাকায়।