টানা ৯ বার এমপি, বিশ্ব রেকর্ড শেখ সেলিমের!
- আপডেট সময় : ১২:২২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ২০২৯ বার পড়া হয়েছে
শেখ ফজলুল করিম সেলিম। টানা দশম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যা গণতান্ত্রিক বিশ্বে বিরল ও অনন্য দৃষ্টান্ত। তিনি টানা ৪৫ বছর এমপি হয়ে শুধু দেশে নয়, সারা বিশ্বে রেকর্ড করেছেন। তার মতো দ্বিতীয় কেউ নেই, এই অনন্য রেকর্ড অর্জন করেছেন।
শেখ সেলিম গোপালগঞ্জ ২, সংসদীয় আসন ২১৬, থেকে এবারও সর্বোচ্চ ২ লাখ ৯৬ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন।
৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে সারাদেশে কম সংখ্যক ভোটার উপস্থিতি থাকলেও ব্যতিক্রম ছিলো গোপালগঞ্জ ২ আসনের চিত্র। প্রতিযোগিতা না থাকলেও শুধুমাত্র শেখ সেলিমকে ৯ বারের মতো এমপি নির্বাচিত করে রেকর্ড অর্জনের গর্বিত অংশিদার হবেন এ জন্য ভোটকেন্দ্র এসেছিলো সব বয়সী মানুষ। ৮৫ ভাগের বেশি ভোট পেয়েছেন তিনি। সব গুলো কেন্দ্রে সর্বোচ্চ ভোট ছিলো নৌকা মার্কায়।
শুধু দশম বার এমপি হয়েছেন এমন নয়, যতোবার জিতেছেন সর্বোচ্চ ভোট পেয়েছেন, সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন। সব নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী জামানত হারিয়েছেন তার কাছে। গোপালগঞ্জের গণমানুষের নেতা শেখ ফজলুল করিম সেলিম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।