টিআরপি নির্ধারণে কৌশল প্রণয়ন করবে সরকারঃ তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
টেলিভিশন রেটিং পয়েন্ট নির্ধারণে কৌশল প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এজন্য অংশীজনদের নিয়ে আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, টিআরপির ক্ষেত্রে বড় ধরনের অস্পষ্টতা ও অসঙ্গতি রয়েছে। । এজন্য টিআরপি কীভাবে নির্ধারিত হবে সে বিষয়টিকে সুনির্দিষ্ট করতে চায় সরকার। কোনো একটি প্রাইভেট সংস্থা রাষ্ট্রীয় অনুমতি ছাড়া টিআরপি দেওয়ার কোনো এখতিয়ার রাখে না। বিদেশি কলাকৌশলীদের দিয়ে বিজ্ঞাপন তৈরি করে তা দেশি গণমাধ্যমে প্রচার করতে চাইলে মোটা অংকের ট্যাক্স দিতে হবে বলে জানান তথ্যমন্ত্রী।