টিকটকসহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে: র্যাব মহাপরিচালক
- আপডেট সময় : ০৮:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, টিকটক-লাইকিসহ বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহারকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের তালিকা করা হচ্ছে। টিকটকসহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে বলেও জানান তিনি।
শনিবার রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রেব মহাপরিচালক বলেন,‘৮২ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে। বিভিন্ন অপরাধের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমও অনেকাংশে দায়ী। প্রযুক্তিকে গ্রহণ করে নেতিবাচক দিকগুলো পরিহার করতে হবে। যে কোন ধরনের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। কিশোর গ্যাং ও জঙ্গিবাদের মতো যে কোন অপরাধ দমানোর জন্য অভিভাবকদের সন্তানের প্রতি নজর রাখারও আহ্বান জানান রেব প্রধান।