টিকার বুস্টার ডোজ করোনার অমিক্রনে ৮০ শতাংশ সুরক্ষা দিতে পারবে
- আপডেট সময় : ০১:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
টিকার বুস্টার ডোজ করোনার অমিক্রনে ৮০ শতাংশ সুরক্ষা দিতে পারবে, এমন তথ্য দিচ্ছে যুক্তরাজ্যের গবেষকেরা। অন্য ধরনের বিরুদ্ধে বুস্টার ডোজের কার্যকারিতা অমিক্রনের চেয়ে কিছুটা বেশী।
যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ লন্ডনের একটি দল অমিক্রনের সীমিত তথ্যের ওপর ভিত্তি করে এ গবেষণা করেন। তবে গবেষকরা বলছেন, বুস্টার ডোজ নেয়া ব্যক্তি অমিক্রনে সংক্রমিত হলেও, গুরুতর অসুস্থতার ঝুঁকি কমে যায়। গবেষকরা বলছেন, নতুন এই ভেরিয়েন্ট সম্পর্কে আরও তথ্য দরকার, না হলে এ ভাইরাস নিয়ে বিশ্বে অনিশ্চয়তা বাড়বে। এদিকে, বৃটেনে অমিক্রনে একদিনে রেকর্ড শনাক্ত ৩ হাজার ছাড়িয়েছে। প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত ১০১ জন ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত বলছে, সব মিলিয়ে ১১টি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী মহারাষ্ট্রে। এছাড়া, শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অনেকাংশেই কার্যকর স্পুটনিক ভ্যাকসিন।