টিকা নিয়ে দেশের চলমান সংকটের নেপথ্যে সরকারের অদূরদর্শী সিদ্ধান্তই দায়ী : জিএম কাদের
- আপডেট সময় : ০৮:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
টিকা নিয়ে দেশের চলমান সংকটের নেপথ্যে সরকারের অদূরদর্শী সিদ্ধান্তই দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তিনি অভিযোগ করেন, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে করোনার টিকা আমদানীতে ভারত ছাড়া বিকল্প উৎস রাখা হয়নি। অন্যদিকে তৃতীয়পক্ষকে যুক্ত করার মাধ্যমে টিকা বাণিজ্যে কোটি কোটি টাকা হরিলুটের সুযোগ তৈরি করে দেয়া হয়েছে। গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
করোনা সংকট উত্তোরণে গেল বছর ৫ নভেম্বর তিন কোটি ডোজ টিকা কিনতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
তবে চুক্তিতে প্রতিমাসে ৫০ লাখ টিকা পাবার কথা থাকলেও ভারতের করোনার ভয়াল তাণ্ডবে বদলে গেছে প্রেক্ষাপট।
এমন পরিস্থিতিতে নতুন কোন টিকার চালান না আসায় প্রথম ডোজের নিবন্ধন বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদফতর। যদিও দ্বিতীয় ডোজের টিকা দেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে টিকা নিয়ে এই অনিশ্চয়তা নেপথ্যে সরকারের অদূরদর্শী সিদ্ধান্তই দায়ী করেন জাপা চেয়ারম্যান।
টিকা নিয়ে বাণিজ্য হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
টিকার প্রাপ্যতা নিশ্চিতে উৎপাদক রাষ্ট্রগুলোর সঙ্গে দ্রুত কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন জাপা চেয়ারম্যান।