করোনা অ্যাপসের সুফল নিয়ে সংশয়ে রাজশাহীবাসী
- আপডেট সময় : ০৬:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
টিকা নিয়ে রাজশাহী বিভাগের সাধারণ মানুষের জন্য আপাতত সুখবর নেই। অগ্রাধিকার ভিত্তিতে কেবল স্বাস্থ্যকর্মীসহ প্রথম সারির কর্মীরাই টিকার আওতায় থাকছেন।এরইমধ্যে বিভাগজুড়ে টিকাদান কর্মসূচি পরিচালনার প্রস্তুতি প্রায় শেষ করেছে স্বাস্থ্য বিভাগ। বরাদ্দের তালিকাও পৌঁছে গেছে। এখন শুধু কাঙ্ক্ষিত টিকার জন্য অপেক্ষা। তবে অ্যাপসের সুফল তৃণমূল পর্যন্ত পৌঁছবে কি না- তা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই।
করোনা থেকে রক্ষায় টিকা নিয়ে এখনো চলছে আলোচনা। আছে, পক্ষে-বিপক্ষে নানা প্রচারণাও। কিন্তু সবকিছু ছাপিয়ে টিকা পৌঁছে গেছে দেশে। ফলে স্বস্তি ফিরেছে মনে। যদিও প্রথমধাপে কেবল স্বাস্থ্যকর্মী ও আইনশৃংখলাবাহিনীসহ ১৫টি ক্যাটাগরির মানুষকে টিকার আওতায় আনা হচ্ছে। তবে এখনই টিকা পাচ্ছেন না সাধারণ মানুষ।
এ বিভাগের আট জেলায় অন্তত ৬৬২টি টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। টিকাদানের কাজটি করবেন মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরাই।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এরইমধ্যে অগ্রাধিকারভিত্তিতে সাত লাখ ২০হাজার ফ্রন্টলাইনারের জন্য টিকা বরাদ্দ হয়েছে। তবে ধীরে ধীরে সাধারণ মানুষের কাছেও টিকা পৌঁছে দেয়া হবে। এ নিয়ে উদ্বেগের কারণ নেই
টিকার পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে ১৫ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।