টিকা নেয়া থাকলে ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হলেও গুরুতর অসুস্থ হয়ে পড়বেন না
- আপডেট সময় : ০২:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের প্রচলিত টিকা নেয়া থাকলে ওই ব্যক্তি ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হলেও গুরুতর অসুস্থ হয়ে পড়বেন না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে কাল থেকে যুক্তরাজ্যে প্ল্যান বি কার্যকর করতে যাচ্ছে দেশটির সরকার।
এমন তথ্য নিশ্চিত করছেন সংস্থার জরুরি পরিস্থিতি সম্পর্কিত পরিচালক ড. মাইক রায়ান। রায়ান বলেন, প্রাথমিক উপাত্তে আভাস পাওয়া যাচ্ছে যে, ওমিক্রনে অসুস্থতা যে অপেক্ষাকৃত কম সেই ইঙ্গিতই মিলছে। ওমিক্রনের বিস্তার রোধে যুক্তরাজ্যবাসীকে বাসায় থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া নতুন নির্দেশনা মেনে জনপরিসরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে নৈশক্লাব এবং বড়সড় আয়োজনে যোগ দিতে দেখাতে হবে কোভিড পাস। ইংল্যান্ডে নতুন করে লকডাউনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ব্রিটিশ সরকারের মন্ত্রীরা। তবে, আগামী শুক্রবার থেকে থিয়েটার, সিনেমাসহ জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক হবে। সরকার বাড়তি কিছু কোভিড নির্দেশনার পরিকল্পনা করেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে, বুধবার ফাইজার ও বায়োএনটেক এমন দাবি করেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ফাইজারের টিকার বুস্টার ডোজ।