টিকা বাধ্যতামূলক ও বেশ কিছু বিধিনিষেধ দিয়েছে কানাডা সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। আজ পর্যন্ত আরও ১৮ লাখ ৫৮ হাজার ৩৮ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৬ হাজার ৩৪৬ জনের।
টিকা বাধ্যতামূলক ও বেশ কিছু বিধিনিষেধ দিয়েছে কানাডা সরকার। রাজধানী অটোয়ায় ট্রাকওয়ালাদের সপ্তাহব্যাপী বিক্ষোভের মুখে জরুরি অবস্থা জারি করেছেন মেয়র জিম ওয়াটসন। কোভিডকালে কড়াকড়ির বিরুদ্ধে আন্দোলন করছেন ট্রাকচালক ও মালিকরা। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভের মুখে অটোয়ায় জরুরি অবস্থা জারি করা হয়। তবে, এ অবস্থা কতদিন থাকবে তা নির্দিষ্ট করে বলেননি মেয়র জিম ওয়াটসন। আন্দোলনে সহায়তাকারীদের আটক করা হতে পারে। নিরাপত্তা কাজে ও জরুরি বিভাগে নিয়োজিতরা প্রয়োজনীয় বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে পারবেন বলে জানান মেয়র।