টিকা বিরোধী বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থানে যাচ্ছে কানাডা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কানাডায় চলমান টিকা বিরোধী বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থানে যাচ্ছে দেশটির সরকার। করোনা বিধিনিষেধ মানাতে পাস করা হচ্ছে জরুরি আইন। জব্দ করা হবে অবৈধভাবে বিক্ষোভকারীদের ব্যাংক হিসাব। সোমবার এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ দমন করতে সোমবার এ পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। কানাডায় উইন্ডসরে অ্যাম্বাসেডর ব্রিজ প্রায় এক সপ্তাহের অচলাবস্থা থাকার পর বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ। কিন্তু, কানাডার রাজধানীতে শত শত বিক্ষোভকারী এখনো বিক্ষোভ করছে । আর তাই এবার আন্দোলনকারীদের আইনের আওতায় আনার জন্য পুলিশকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি আরো জানান ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্হগিত করার সিদ্বান্তটি অস্থায়ী।