টিকেটের কৃত্রিম সংকটের পেছনে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার আহ্বান জি এম কাদেরের
- আপডেট সময় : ০৭:১৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
কতিপয় দুর্নীতিবাজদের পকেট ভরার জন্য টিকেটের কৃত্রিম সংকট তৈরী করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন সাবেক বিমান পরিবহন মন্ত্রী জিএম কাদের। এসএ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জাতীয় সংসদের এই বিরোধী দলীয় উপনেতা আরো বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট মহলগুলো আরো আগে উদ্যোগী হলে কর্মস্থলে যেতে প্রবাসী শ্রমিকদের এমন দুর্ভোগে পড়তে হতো না।
করোনার কারণে কর্মস্থলে ফিরার বিষয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা। আর তাই প্রতিবাদে সড়কে নেমে এসেছেন প্রাবাসী শ্রমিকরা। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিট টোকেনের জন্য প্রবাসীদের এই অপেক্ষা কখনো কখনো রূপ নেয় বিক্ষোভে। প্রশ্ন হচ্ছে যাদের নিখোঁদ শ্রমে দেশের উন্নয়ন চলমান থাকে এই দুর্ভোগ কি তাদের প্রাপ্য ছিলো।?
নিজের অভিজ্ঞতার মূল্যায়নে এসএ টিভিকে দেয়া সাক্ষাৎকারে সাবেক বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আরো বলেন, আরো আগে উদ্যোগ নেয়া হলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।
প্রশ্ন উঠেছে, যাদের কারণে করোনা মহামারির মাঝেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড ৩ হাজার ৯০০ কোটি ডলারে পৌঁছেছে, তাদের প্রতি রাষ্ট্র কতটুকু দায়িত্ব পালন করে।
বিদেশের মাটিতে থাকা স্বজনহীণ মানুষগুলোর প্রতি সবার শোষনের দৃষ্টিভঙ্গি, একটি বড় সমস্যা বলেও মত দেন তিনি।
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বার্থে প্রবাসী শ্রমিকদের প্রতি রাষ্ট্রকে আরো মানবিক হওয়ার আহ্ববান জানান সাবেক এই বিমান মন্ত্রী।