টিসিবির ম্যাসব্যাপি বিক্রি কার্যক্রমের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
আজ থেকে আবারও ম্যাসব্যাপি সয়াবিন তেল, চিনি এবং মসুর ডাল বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি।
নিম্নআয়ের এক কোটি পরিবারের মধ্যে টিসিবির পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে জানুয়ারি মাসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয় সকালে। একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৭০ টাকা দরে দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালিত হবে।