টিসিবি কেন নষ্ট পণ্য বিক্রি করছে, এমন প্রশ্ন ক্রেতাদের
- আপডেট সময় : ০২:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
তপ্ত রোদে প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে পণ্য হাতে পেয়েও মন খারাপ মানুষের। কষ্টের টাকায় কেনা পেঁয়াজ নষ্ট। ক্ষোভ প্রকাশ করে অনেকেই বললেন, পাঁচ কেজি পেঁয়াজের এক কেজিই নষ্ট।
টিসিবি কেন নষ্ট পণ্য বিক্রি করছে, সে প্রশ্ন তুলেছেন ক্রেতারা। রাজধানীর রামপুরায় টিসিবির ট্রাক থেকে যারাই পণ্য কিনেছেন, তাঁদের সবাই পেঁয়াজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। টিসিবির পরিবেশক মেসার্স এস এস এন্টারপ্রাইজের সাইফুল ইসলাম বলেন, সরকার যে পণ্য দেয়, তা–ই তাঁরা বিক্রি করেন। কয়েক দিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবির ট্রাক থেকে বিক্রি করা পেঁয়াজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন ক্রেতারা। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, পচা পেঁয়াজ ফেলে ভালোটা বিক্রির নির্দেশ দেয়া আছে পরিবেশকদের। এজন্য প্রত্যেক পরিবেশককে বাড়তি পেঁয়াজও দেয়া হয়। কোনো পরিবেশক যদি এ নির্দেশনা না মানে, ওই পরিবেশকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।