টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান
- আপডেট সময় : ০৮:১২:২০ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান। সিডনিতে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের দল।
টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ৫ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় পায় পাকিস্তান।
আবারো নিজেদের আনপ্রেডিকটেবলিটির পরিচয় দিল পাকিস্তান। সেমিফাইনালে যাওয়াই ছিল প্রায় অসম্ভব, তারাই এখন পৌঁছে গেল ফাইনালে। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে এটি তাদের তৃতীয় ফাইনাল।
সিডনিতে নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কাটা দেয় শাহীন আফ্রিদি। ইনিংসের তৃতীয় বলেই ওপেনার ফিন এলেনকে সাঝঘরে ফেরান এই বা-হাতি পেসার।
শুরুর ধাক্কাটা উইলিয়ামসন আর ডেভন কনওয়ে মিলে সামাল দেওয়ার চেষ্টায় ছিলেন। তাতে ইতি ঘটল পাওয়ার প্লের শেষ বলে। শাদাব খানের দারুন এক থ্রোয়ে খোয়াতে হয় ডেভন কনওয়ের উইকেট।
দুই ওভার পরেই দারুন ফর্মে থাকা গ্লেন ফিলিপসের উইকেট হারিয়ে খাদের কিনারায় গিয়ে দাঁড়ায় কিউইরা। তবে, সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেল।
দু’জনের ৬৮ রানের জুটিতে ১৫২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ৪৬ রান আসে উইলিয়ামসনের ব্যাট থেকে আর টি-টুয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন মিচেল।
জবাব দিতে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। পুরো আসর জুড়ে ব্যর্থ এই দুই ওপেনার জ্বলে উঠে সেমিফাইনালে।
১০ উইকেটে সহজ জয়ের হাতছানি ছিল পাকিস্তানের সামনে। তখনই ছক্কা মারতে গিয়ে উইকেট খোয়ালেন বাবর। ভেঙ্গে যায় ১০৫ রানের ওপেনিং জুটি। ৫৭ রানে ফেরেন রিজওয়ানও।
জয়ের দ্বারপ্রান্তে, বাউণ্ডারি মারতে গিয়ে সাঝঘরে ফেরেন মোহাম্মদ হ্যারিস। তবে, শেষ ওভারে ২ রানের সমীকরন মেলাতে ভুল করেনি পাকিস্তান। ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা।