টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান
- আপডেট সময় : ০৩:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১৬৭১ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। মেলবোর্নে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। বাজেভাবে টুর্নামেন্ট শুরু করলেও দারুন ভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
জয়ের ধারা ধরে রেখেই শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী বাবর আজমরা। বিপরীতে পাকিস্তানে মতো ইংল্যান্ডও দ্বিতীয় শিরোপা জিততে চায় । প্রতিপক্ষ পেস বোলিং অ্যাটাক মোকাবেলা করতে প্রস্তুত ইংলিশরা।
কার হাতে উঠবে টি-টুয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ১৩ বছর পর পাকিস্তান নাকি ওয়ানডের পর টি-টুয়েন্টি বিশ্বকাপের ট্রফিও ঘরে তুলবে ইংলিশরা। দেখার অপেক্ষায় মুখিয়ে ক্রিকেট ভক্তরা।
টানা দুই ম্যাচ হেরে বাজে ভাবে টুর্নামেন্টে শুরু করে পাকিস্তান। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে ঘুরে দাঁড়ায় তারা। টানা চার ম্যাচ জিতে জায়গা করে নিয়েছে ফাইনালে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই শিরোপা জয়ের ব্যপারে আশাবাদী পাক অধিনায়ক।
পুরো টুর্নামেন্টে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে ইংল্যান্ড।ফাইনালেও পাকিস্তানের শিরোপা জয়ের স্বপ্নে পানি ঢেলে দিতে পারে ইংলিশরা। তবে এ বিষয়ে সতর্ক পাকিস্তান।
বিপরীতে টুর্নামেন্টের শুরু থেকেই শিরোপার দাবিদার ইংল্যান্ড। বিশ্বকাপের আগে, পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি আছে ইংলিশদের। তবে ফাইনালের কন্ডিশন বিবেচনায় এটা হতে যাচ্ছে সম্পূর্ন ভিন্ন একটি ম্যাচ। তাই নিজেদের খেলায় ফোকাস করে সামর্থের সেরাটা দিতেই প্রস্তুত ইংল্যান্ড।
পাকিস্তানের বোলিং অ্যাটাক টুর্নামেন্টের অন্যতম সেরা। চার পেসারে সাজানো বোলিং লাইন আপ ভাঙ্গন ধরাতে পারে যেকোন শক্তিশালি ব্যাটিং সাইডে। তবে সে বিষয়ে সতর্ক ইংল্যান্ড অধিনায়ক।
তবে ফাইনালের উত্তেজনায় বাধা হয়ে দাড়াতে পারে বৃষ্টি। ম্যাচ ডে আর রিজার্ভ ডেতে মেলবোর্নে রয়েছে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির শঙ্কা। শেষ পর্যন্ত মাঠে খেলা না গড়ালে যুগ্ম চ্যাম্পিয়ন হবে পাকিস্তান ও ইংল্যান্ড।