টি-টুয়েন্টিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে আইরিশদের ৬ উইকেটে হারিয়েছে কিউইরা।
বেলফেস্টে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রানের বিশাল সংগ্রহ পায় আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৪০ রান করে পল স্টার্লিং। মার্ক অ্যাডায়ার ব্যাট থেকে আসে ৩৭ রান। জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারেই বিদায় নেন ফিন অ্যালেন। শেষ ম্যাচে দারুন খেলা ড্যান ক্লিভার এবার যেতে পারেননি দুই অঙ্কে। ৬ বলে ৫ রান করে ফিরে যান ক্লিভার। তবে, পঞ্চম উইকেটে ম্যাচের হাল ধরেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। দু’জনের ৮২ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রন নেয় নিউজিল্যান্ড। ৪ উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখে সহজ জয় তুলে নেয় কিউইরা। ৪৪ বলে ৫৬ রানে অপারাজিত থেকে ম্যাচসেরা হন গেলন ফিলিপস।