টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে দুবাই গেছে বাংলাদেশ ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে দুবাই গেলো বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। বৃহস্পতিবার বিকেলে দুবাইয়ের উদ্দেশ্য ঢাকা ছাড়েন বাংলাদেশ দলের সদস্যরা।
টি-টুয়েন্টি দলের লাগাতার ব্যর্থতা সব মহলে জাগিয়েছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে একটি জয়ের খোঁজে মরিয়া টাইগাররা। দলে ছন্দে ফেরার জন্য নুরুল হাসান সোহানও আছেন একটি জয়ের অপেক্ষায়। সাকিব আল হাসান ছুটিতে থাকায় আরব আমিরাতের বিপক্ষে দলের অধিনায়কত্ব করবেন সোহান। সাকিবের অনুপস্থিতি ফের নেতৃত্বের সুযোগ করে দিলেও প্রস্তুতির এই সিরিজে সাকিবকে মিস করবেন সোহান। ২৫ ও ২৭ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই থাকলেও দলের সাথে আছেন সৌম্য-রিশাদ হাসানরা। ২৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা বাংলাদেশ দলের।