টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশন শেষ করলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
শুরু আর শেষের সাথে মিল রেখে টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশন শেষ করলো বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। দুবাইয়ে আগে ব্যাট করতে নামে তারা। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৭৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৮২ বল হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া।
শুধু সময় আর উইকেটের ব্যবধান। তাতেই স্পষ্ট হলো দু’দলের পার্থক্য। কিছুদিন আগে যে দলটাকে বুড়িগঙ্গায় ডুবিয়েছিলো বাংলাদেশ। সেই অস্ট্রেলিয়ার কাছে আরব সাগরে এবার নাকানি-চুবানি খেলো মাহমুদউল্লাহর দল। সুপার টুয়েলভে শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে হারের ষোলকলা পূর্ণ বাংলাদেশের।
এদিন যেন আরও ছন্নছাড়া টাইগাররা। টস হেরে ব্যাট করতে নামা দলটার লাগাম টানতে মোটেও সময় লাগেনি অস্ট্রেলিয়ার। লিটনকে দিয়ে শুরু এরপর সৌম্য, মুশফিক ও আফিফের বিদায়। রান পেয়েও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ ছিলো নাঈম শেখের। দলীয় ৩৩ রানে ৫ ব্যাটারের বিদায়।
পরের ব্যাটারদেরও যেন বাড়ি ফেরার তারা। ৬ষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ ও শামীম পাটোয়ারীর জুটি শুধুই সান্ত্বনা। ১৯ করে শামীম ফিরলে ভাঙ্গে ২৯ রানের প্রতিরোধ।
এরপর মাহমুদউল্লাহও টেকেননি বেশিক্ষণ। ১৬ রানে আউট হন বাংলাদেশ অধিনায়ক।
পরে আর প্রতিরোধ গড়তে পারেননি কেউই। অজি বোলারদের তোপে মাত্র ৭৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জাম্পা ৫টি, দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।
জবাবে যে উইকেটে খাবি খেয়েছে বাংলাদেশ সেটাকেই ব্যাটিং স্বর্গ বানিয়েছে অস্ট্রেলিয়া। দুবাইয়ের মাঠে ঝড় তোলেন দুই অজি ওপেনার অ্যারন ফিন্জ ও ডেভিড ওয়ার্নার।
২০ বলে ৪০ করা ফিন্জ তাণ্ডব যখন থামিয়েছেন তাসকিন, ততক্ষণে জয় থেকে হাত ছোয়া দূরত্বে অস্ট্রেলিয়া। শরীফুলের ওয়ার্নারের উইকেটও সান্ত্বনা মাত্র।
শেষ পর্যন্ত হেসে খেলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে অজিরা। যে রান তুলতে বাংলাদেশ খেলেছে ১৫ ওভার। সেখানে অস্ট্রেলিয়া খেলেছে মাত্র ৬ ওভার দুই বল। টানা ব্যর্ততার গ্লানি নিয়ে আরও একটা বিশ্বকাপের পরিসমাপ্তি ঘটলো বাংলাদেশের।