টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেলো ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেলো ইংল্যান্ড। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য ওপেনার জেসন রয়।
এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। তার জায়গায় দলে ডাক পেয়েছেন জেমস ভিনস। সুপার টুয়েলভের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন রয়। ওই ম্যাচে ১৫ বলে ২০ রান করেন ইংলিশ ওপেনার। পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ে জেসন রয়। চলতি আসরে ইংল্যান্ড হয়ে ধারাবাহিক ছিলেন তিনি। পাঁচ ম্যাচে করছেন ১২৩ রান। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে হতাশ রয়। তবে বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখবে ইংল্যান্ড– বিশ্বাস ইংলিশ ওপেনারের।