টি-টুয়েন্টি বিশ্বকাপে আজ অগ্নিপরীক্ষা বাংলাদেশের
- আপডেট সময় : ০২:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে আজ অগ্নিপরীক্ষা বাংলাদেশের। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। একই সমীকরণের সামনে দাঁড়িয়ে দু’দল। যে-ই হারবে তাকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। তাই প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ খুঁজছে বাংলাদেশ। তবে ব্যাকফুটে থাকা টাইগারদেরও হালকাভাবে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বিকেল ৪টায় শুরু হবে ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৮টায় আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান।
উইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলন করার কথা ছিল বাংলাদেশের। কিন্তু কোন এক অজানা কারণে হোটেলেই সময় কাটিয়েছে তারা। এমন কি সরাসরি সংবাদ সম্মেলনেও সরাসরি উপস্থিত ছিলেন না তাদের কেউ। এমন নানা ঘটনায় প্রমাণিত লাগাম ছাড়া একটি দল। পরে ভাচুয়ালি গণমাধ্যমে কথা বললেন নুরুল হাসান সোহান।
সিংক: নুরুল হাসান সোহান ক্রিকেটার, বাংলাদেশ।
ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই ছোট ছোট ভুলে পাহাড়সম চাপে টাইগাররা। যা বিগ ম্যাচের আগে চাপ বাড়িয়েছে আরও। তাই হতাশা পেছনে ফেলতে মরিয়া টিম টাইগার্স।
অতীত পরিসংখ্যানে খুব বেশি পার্থক্য নেই দুদলের মাঝে। এখন পর্যন্ত ১২ টি-টুয়েন্টিতে ক্যারিবিয়দের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ৬ হারের বিপরীতে পাচঁ ম্যাচে জিতেছে মাহমুদউল্লাহর দল। পরিত্যক্ত হয়েছে ১ ম্যাচ। বিশ্ব মঞ্চে ক্যারিবিয়দের একবার হারানোর সুখ স্মৃতি আছে বাংলাদেশের। যদিও টাইগারদের জানা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হলে পরিসংখ্যান নয় মাঠে সেরা দেয়ার বিকল্প নেই।
অন্যদিক, বাংলাদেশ ম্যাচের আগে ইনজুরি হানা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলে। ডান পায়ের চোটে ছিটকে গেছেন বাঁহাতি পেসার ওবেড ম্যাককয়। অবশ্য এই পেসারের চোটে এক প্রকার ভালোই হলো ক্যারিবীয়দের। ম্যাককয়ের জায়গায় অভিজ্ঞ জেসন হোল্ডার ডাক পেয়েছেন দলে। এই অলরাউন্ডারের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে শক্তি বাড়াবে দলের। যদি বাংলাদেশের মতো পাহাড়সম চাপ নিয়ে খেলতে হবে বাংলাদেশকেও।