টি-টুয়েন্টি বিশ্বকাপে কাল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ
- আপডেট সময় : ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে কাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে বাধা দক্ষিণ আফ্রিকা। হোবার্ট থেকে নিয়ে আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় বাংলাদেশ। প্রোটিয়ারা শক্তিশালী প্রতিপক্ষ হলে ভয়ডরহীন ক্রিকেট খেলার লক্ষ্য সাকিবদের। অন্যদিকে, প্রথম জয়ের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা। সিডনিতে ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।
একটা জয় পাল্টে দিয়েছে দলের আবহ। আত্মবিশ্বাস তো বটেই বাংলাদেশ দলের প্রত্যেক ক্রিকেটারের চোখে মুখে এখন জয়ের ক্ষুদা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের অনুশীলনে তার স্পষ্ট ছাপ।
তবে প্রতিপক্ষ যখন দক্ষিণ আফ্রিকা, তখন হেলাফেলা করা সুযোগ কই। তাই মাঠে নিজেদের সেরাটা নিংরে দিতে চায় সাকিবের দল।
অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরিসংখ্যানে যোযন যোযন দুরত্বে পিছিয়ে বাংলাদেশ। আগের সাত দেখায় কখনোই প্রোটিয়াদের হারাতে পারিনি টাইগাররা। বিশ্বকাপে দুবারের দেখাতেও শোচনীয় পরাজয় ঘটে সাকিব দলের।
অবস্থা বিবেচনায় একাদশে পরিবর্তন আসছে বাংলাদেশ দলে। সিডনিতে স্পিনাররা সুবিধা পাওয়ায় এগিয়ে থাকবেন মিরাজ। বাদ পরার সম্ভাবনায় ইয়াসির আলী রাব্বি। যদিও প্রেস কনফারেন্সে একাদশ পরিবর্তনের বিষয়টি এরিয়ে গেলেন সাকিব।
এবারের বিশ্বকাপে দুর্ভাগ্যের শিকার দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে ভালো খেলেও জয় পায়নি প্রোটিয়ারা। জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ম্যাচ। তাই আসরে প্রথম জয়ের খোঁজে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের প্রথম হলেও টি-টুয়েন্টি ফরমেটে সিডনিতে এর আগে একবার খেলেছে দক্ষিণ আফ্রিকা। সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় প্রোটিয়ারা।