টি-টুয়েন্টি বিশ্বকাপ : ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের
- আপডেট সময় : ০৯:১৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিবে সাকিব আল হাসান, আর সহ-অধিনায়ক নুরুল হসান সোহান। দলে জায়গা পাননি সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে স্কোয়াডে প্রথম বারের মত জায়গা পেয়েছে ইয়াছির রাব্বি, হাসান মাহমুদ ও এবাদত হোসেন। এদিকে বিসিবির টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম বলেছেন, খেলোয়াড়দের উন্নতিতে তার কর্মকৌশল মেনেই কাজ করছে বোর্ড।
অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। অংশগ্রহনকারী দেশকে দল ঘোষণার সময় ১৫ সেপ্টেম্বর নির্ধারণ করে দেয় আইসিসি। একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করলো টি-টোয়েন্টি বিশ্বকাপের জাতীয় দল।
দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে তার নেতৃত্বে এবার খেলতে পারছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। সাম্প্রতিক সময়ে টি-টুয়েন্টিতে ভাল ফর্মে নেই সাবেক এই অধিনায়ক। বাদ পড়েছেন দল থেকে। না থাকার গুঞ্জন অবশেষে সত্যিই হল।
এদিকে প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পেল তিন তরুণ। ইয়াছির রাব্বি, হাসান মাহমুদ ও এবাদত হোসেন। লাল সবুজের জার্সিতে প্রথমবারের মত দেশের প্রতিনিধিত্ব করবেন তারা।
দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ওপেনার সৌম্য সরকারকে।
সেই তালিকায় আছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন ও মেহেদি হাসানরা।