টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার এক রাশ হতাশাই উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার এক রাশ হতাশাই উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর টাইগারদের এমন হতাশাজনক পারফরম্যান্সের জন্য সমালোচনা হচ্ছে সারা বিশ্ব জুড়েই।
এ ব্যর্থতার জন্য বিসিবি’র বর্তমান সভাপতিকে দায়ী করছেন সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী। সাবের হোসেন চৌধুরী তার টুইটে লিখেছেন, সবচে অযোগ্য সভাপতির হাত ধরেই চারটি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। দলের পারফরম্যান্স খারাপ থেকে আরো খারাপের দিকেই যাচ্ছে । এর থেকে লজ্জার আর কিছুই হতে পারে না। সুপার টুয়েলভের সব ম্যাচেই হার। এমনকি অপেক্ষাকৃত দুর্বল দলের সাথেও প্রথম রাউন্ডে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ব্যর্থতার ষোলোকলা পূরণ করে শুক্রবার দেশে ফিরেছে ক্রিকেটারদের একাংশ।