টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নাম লেখালো শ্রীলঙ্কা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন হয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নাম লেখালো শ্রীলঙ্কা।অন্যদিকে, সুপার টুয়েলভে যাওয়ার ইতিহাস গড়ল আইসিসির সহযোগী দেশ নামিবিয়া।
আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নেদারল্যান্ডসকে তারা হারিয়েছে ৮ উইকেটে। শেষ ম্যাচে মাত্র ৪৪ রানে অলআউট হয়ে যায় আগেই বাদ পড়া নেদারল্যান্ডস। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। শ্রীলঙ্কাও সুপার টুয়েলভ নিশ্চিত করায় এই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। এছাড়া প্রথম পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বড় কোনও টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে পা রাখলো প্রথমবার আফ্রিকার দলটি। সুপার টুয়েলভের টিকিট কাটতে এই ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল নকআউট। টেস্ট খেলুড়ে আইরিশরা রেকিংয়ে ৪ ধাপ এগিয়ে থেকেও নামিবিয়ার পরীক্ষা নিতে পারেনি।