টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন কাল
- আপডেট সময় : ০৪:৪৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন কাল। দেশের আরো ২৪টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র শুরুর ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনীর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেবে ১০ হাজার শিক্ষার্থী। দক্ষ হয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১.৬১ একর জায়গার উপর ২০ কোটি ৫৪ লক্ষ ২০ হাজার টাকায় নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এ প্রশিক্ষণ কেন্দ্রে ৬টি বিভাগে প্রতিটি ব্যাচে ৪০ জন করে মোট ২৪০ জনেক ৩ মাস মেয়াদী প্রশিক্ষন দেয়া হবে। এছাড়া ১০ হাজার জনকে ওরিয়েন্টেশন করা যাবে। এতে বছরে ১ হাজার ২’শ জন যুবক যুবতী প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় দক্ষ হয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে।
প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন বিএমইটির মহাপরিচালক। এসময় তিনি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের প্রস্তুতি, কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকেই এ প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম শুরু হবে বলে জানান, প্রকল্প পরিচালক।
এ প্রকল্পটি বাস্তবায়নের ২২ কোটি ৮২ লক্ষ ৬২ হাজার টাকার ডিপিডি ধরা হয়েছিলো। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখবে প্রশিক্ষণ কেন্দ্রগুলো এমনটিই প্রত্যাশা সতেচন মহলের।