টেকনাফে সাড়ে ৭ কোটি টাকা ক্রিস্টাল ম্যাথসহ ১ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে সাড়ে ৭ কোটি টাকা মূল্যমানের দেড় কেজি ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করেছে বিজিবি।এসময় একজনকে আটক করা হয়।
টেকনাফ বিজিবির অধিনায়ক জানান, টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল টেকনাফের গোদারবিল বাজার সংলগ্ন প্রধান সড়কের পাশে অবস্থানের সময় কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে চ্যালেঞ্জ করে। এসময় দ্রুত মোটর সাইকেলযোগে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে একজনকে আটকের পর ১টি মোটর সাইকেল ও ২টি প্যাকেট উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত প্যাকেটের ভেতরে ৭ কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের দেড় কেজি ক্রিস্টাল ম্যাথ আইস পাওয়া যায়।