টেকনাফ থেকে অস্ত্রসহ ৪৩ জন জলদস্যু আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরের টেকনাফ থেকে অস্ত্রসহ ৪৩ জন জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরের টেকনাফ থেকে ৭০ কিলোমিটার পশ্চিম থেকে তাদের আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা লাভিনডা নামের একটি বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪৩ জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।