টেকনাফ বন্দরের সাবেক কম্পিউটার অপারেটর গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
দালালির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া টেকনাফ বন্দরের সাবেক চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে রেব। গতকাল রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় জাল টাকা, বিদেশি মুদ্রা ও মাদক ।
দুপুরে কাওরান বাজারে রেবের মিডিয়া সেন্টারে এসব তথ্য জানিয়েছেন সংস্থার মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, বন্দরে কর্মরত থাকাকালীন তার অবস্থানকে কাজে লাগিয়ে চোরাকারবারি, শুল্ক ফাঁকি, অবৈধ পণ্য খালাস, দালালি ইত্যাদির কৌশল রপ্ত করে নুরুল ইসলাম। পরে যুক্ত হয় বিভিন্ন রকম দালালির সিন্ডিকেটে।