টেকনাফ রোহিঙ্গা শিবির থেকে দুটি অস্ত্র ও ৬১টি গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে দুটি অস্ত্র ও ৬১টি গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শুক্রবার বিকেলে হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর শিবির থেকে তাদের গ্রেফতার করা হয়। সকালে ১৬ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাম্পের সি-ব্লক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ১টি নাইন এমএম বিদেশি পিস্তল, ১টি দেশিয় আগ্নেয়াস্ত্র এলজি এবং ৬১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।