টেস্ট ও টি-টুয়েন্টির পর এবার প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
টেস্ট ও টি-টুয়েন্টির পর এবার প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সন্ধ্যায় মুখোমুখি হবে দু’দল। প্রোভিডেন্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজে ভরাডুবির শিকার বাংলাদেশ। ওয়ানডে সিরিজে জয় পেলে কিছুটা হলেও মুছবে ব্যর্থতা। ক্রিকেটের এই সংস্করণেই বাংলাদেশ সব থেকে বেশি উজ্জল। টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রত্যাশিত সাফল্য না পেলে ওয়ানডেতে জয় পাচ্ছে নিয়মিত। তাই এ ম্যাচে ভাল কিছু করে দেখানোর আশা দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের পরিসংখ্যান কিছুটা এগিয়ে রেখেছে টাইগারদের। শেষ আট দেখায় ক্যারিবীয়দের বিপক্ষে এক ম্যাচও হারেনি টাইগাররা। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারানো সহজ হবে না তামিম ইকবালের দলের জন্য।