টেস্ট ম্যাচে ভারতের বিশ উইকেটই নেয়া সম্ভব
- আপডেট সময় : ১১:৪৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
টেস্ট ম্যাচে ভারতের বিশ উইকেটই নেয়া সম্ভব। বলেছেন বাংলাদেশের ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে ইন্দোরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।
ইন্দোরে বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট। হলকার স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশনের পর মিথুন জানান, সুশৃঙ্খল বোলিং করতে পারলে দুইবার স্বাগতিকদের অলআউট করা অসম্ভব নয়। টি-টোয়েন্টি থেকে এখন পুরো ভিন্ন ফরম্যাটে। টেস্টে ব্যাটসম্যানদের ধৈর্য্যের পরীক্ষা কিভাবে দিতে হবে সে নিয়ে আলাদা অনুশীলন করিয়েছেন ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি। বাংলাদেশী ব্যাটসম্যানদের জন্য হুমকি হতে পারেন ভারতীয় পেসার উমেষ যাদব, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি। পেসারদের মোকাবেলা করার কৌশল শিখছেন বাংলাদেশের ব্যাটসম্যরা। এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে কলকাতায়। ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশ নিজেদের ইতিহাসে প্রথমবার দিবা-রাত্রির টেস্ট খেলতে নামবে।