টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট-ওয়াশ হলো টাইগাররা
- আপডেট সময় : ০৯:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আবারও সাদা পোশাকে বিবর্ণ বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট-ওয়াশ হলো টাইগাররা। পোর্ট এলিজাবেথ টেস্টে প্রোটিয়াদের কাছে ৩৩২ রানে হেরেছে মমিনুলের দল। স্বাগতিকদের দেয়া ৪১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ ও সিরিজ সেরা দক্ষিণ আফ্রিকার কেশব মহারেজ।
কে বলবে একই দলটাই দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে জিতেছে?। ফরম্যাট বদলে সঙ্গে নিজেদেরও হারিয়েছে টাইগাররা। ক্রিকেটের বনেদি ফরম্যাটে আরও এক লজ্জার মুখোমুখি বাংলাদেশ। ব্যাটারদের বেখেয়ালি আচরণে চতুর্থ দিন মাত্র ৮৬ বল টিকতে পেরেছে মমিনুলের দল। এতে ৩৩২ রানে দুই ম্যাচের দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ।
জায়গা বানিয়ে ড্রাইভ করতে গিয়ে আউট মুশফিকুর রহিম। সুইপ করার চেষ্টায় উইকেট বিলিয়ে দিলেন মুমিনুল হক। স্লগ সুইপে উড়িয়ে মেরে বিদায় ইয়াসির আলির, ক্রিজ ছেড়ে বেরিয়ে স্ট্যাম্পড লিটন দাস। স্রেফ একের পর এক উইকেটের পতন নয়, যেন আত্মসমর্পণের একেকটি দলিল। যেখানে লেখা আছে, লড়াই না করেই মাথা নিচু করে পলায়ন।
চতুর্থ দিন সামান্য লড়াইটুকু করতে পারেনি বাংলাদেশ। এদিন ৫৩ রান তুলতেই অলআউট। প্রথম টেস্টে দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন যে কেশভ মহারেজ ও সাইমন হার্মার। দুই টেস্টেও বাংলাদেশ গুঁড়িয়ে দিয়েছেন এই দুই স্পিনার। মহারেজের ৭ উইকেটের বিপরীতে হার্মারের শিকার ৩ উইকেট।
প্রোটিয়াদের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্টে বাংলাদেশের অসহায় আত্মসমর্পন। বড় হারের পর চিরচায়িত ব্যাখ্যা দিলেন অধিনায়ক মুমিনুল।
২২ বছর ধরে টেস্ট খেলছে বাংলাদেশ। অথচ এখনো যেন শিখছে তামিম, মুশফিক, মমিনুলরা।