ট্রাক, ভ্যান ও লরি ধর্মঘটের ফলে বাজারে পণ্য সরবরাহে হঠাৎ ঘাটতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিণতিতে ট্রাক, ভ্যান ও লরি ধর্মঘটের ফলে বাজারে পণ্য সরবরাহে হঠাৎ ঘাটতি দেখা দিয়েছে।
চাহিদার তুলনায় রাজধানী ঢাকার বাজারে গত ৪ দিনে অনেক কম পণ্য এসেছে। তার ওপর এখন পরিবহণে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে। যে কারণে বাড়ছে দাম। ঢাকার খুচরা বাজারে- আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি ও ডিম বাড়তি দরে বিক্রি হচ্ছে। সরকারের বাণিজ্য সংস্থা- ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি জানিয়েছে, দু’দিনের ব্যবধানে কেজিতে খোলা আটার দাম বেড়েছে দেড় শতাংশ। প্যাকেটজাত ময়দা ৫ শতাংশ, খোলা সয়াবিন তেল শূন্য দশমিক ৭১ শতাংশ, বোতলজাত সয়াবিন ১ দশমিক ৩৯ শতাংশ, খোলা পাম অয়েল শূন্য দশমিক ৭৬ শতাংশ, চিনি ১ দশমিক ৮৯ শতাংশ এবং প্রতি হালি ডিম আড়াই শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে।