ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে মা-মেয়ে নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
নওগাঁ শহরের ডাক্তারের মোড়ে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে মা-মেয়ে বাসের অপেক্ষায় নওগাঁ-ধামইরহাট সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। এ সময় নওগাঁ থেকে ধামইরহাটগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে পাশ গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মা-মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। আর মাইক্রোতে থাকা ৩ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পর জনতা সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহতরা হলো, সদর উপজেলার ধুপাইপুর গ্রামের শহীদ মিয়ার স্ত্রী আদরী বেগম ও তার মেয়ে সম্পা।