ট্রাম্পকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিসা মুরকৌস্কি
- আপডেট সময় : ০৮:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলার ঘটনায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তার দল- রিপাবলিকান সিনেটর লিসা মুরকৌস্কি। এদিকে, ডোনাল্ড ট্রাম্পকে অভিসংশনের প্রস্তাব সোমবার পার্লামেন্টে তোলার প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা।
ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর থেকেই ট্রাম্পকে অপসারণের দাবী ডেমোক্র্যাটদের। এবার এ দাবি উঠল খোদ ট্রাম্পের দল- রিপাবলিকানের পক্ষ থেকে। প্রথম কোন রিপাবলিকান হিসেবে ট্রাম্পকে পদত্যাগের আহ্বান জানান সিনেটর লিসা মুরকৌস্কি। অভিযোগ উঠেছে, ক্যাপিটল হিলে তাণ্ডব চলার মধ্যেই কংগ্রেসে জো বাইডেন এবং কমলা হ্যারিসকে স্বীকৃতির ভোটাভুটি পেছাতে রিপাবলিকান আইন প্রণেতাদের চাপ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও অ্যাটর্নি জেনারেল রুডি গিলানি। এদিকে, এক জরিপে দেখা গেছে, ক্যাপিটলে হামলার পর ৫২ শতাংশ মার্কিনিই মেয়াদ শেষ হওয়ার আগে ট্রাম্পের পদত্যাগ চান। এছাড়া, বুধবারের হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান এমপি ডেরিক ইভান্স। তার বিরুদ্ধে কংগ্রেস ভবনে অবৈধ প্রবেশ ও হামলায় উস্কানি দেয়ার অভিযোগ গঠন করা হয়েছে। হামলার সময় স্পিকার পেলোসির চেয়ারে বসে ছবি তোলা আরকানসাসের এক ব্যক্তির বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে।