ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা : দ্য গার্ডিয়ান
- আপডেট সময় : ০২:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে কখনও এগিয়ে ডোনাল্ড ট্রাম্প আবার কখনও পিছিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এরইমধ্যে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান গত ১০ দিনের বিভিন্ন জনমত জরিপের গড় করে বলছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এখনও এগিয়ে রয়েছে কমলা হ্যারিস।
প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর ৯ দিন। শেষ সময়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, নির্বাচনের দোরগোড়ায় এসেও দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে। বিভিন্ন জরিপে কমলা হ্যারিস এখনো ট্রাম্পের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে। কমলার সমর্থন যেখানে ৪৭ শতাংশ, সেখানে ট্রাম্পের সমর্থন ৪৬ শতাংশ। তবে ইলেকটোরাল কলেজ ভোট জিতে কে হোয়াইট হাউসে যাবেন, এই জরিপ থেকে নির্ধারণ করা দুষ্কর। জনমত জরিপের গড় ধরলে দেখা যায়, আগাম ভোটের অঙ্গরাজ্যগুলোর মধ্যে মিশিগানে ১ পয়েন্টে এগিয়ে কমলা। এ ছাড়া ১ পয়েন্টেরও কম ব্যবধানে এগিয়ে পেনসিলভানিয়া, জর্জিয়া, উইসকনসিন ও নেভাদায়। অন্যদিকে ট্রাম্প নর্থ ক্যারোলাইনায় ২ পয়েন্ট ও অ্যারিজোনায় ১ পয়েন্টে এগিয়ে।