ট্রাম্পের নির্বাচনী সমাবেশ থেকে ৩০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ থেকে ৩০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। প্রতিটি সমাবেশের পর কোভিড তথ্য বিশ্লেষণের পর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
গবেষকরা গত ২০শে জুন থেকে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত ট্রাম্পের করা মোট ১৮টি জনসমাবেশ নিয়ে গবেষণা চালিয়েছেন। প্রতিটি সমাবেশের পর কোভিড তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, এই সমাবেশ থেকে সংক্রমিত হওয়া ৭শ’রও বেশি মানুষের মৃত্যু ঘটে থাকতে পারে। মার্কিন নির্বাচনী প্রচারের শুরু থেকেই ট্রাম্পের সমাবেশগুলো ছিল লোকে লোকারণ্য। সমর্থকদের মধ্যে না ছিল সামাজিক দূরত্ব, না ছিল তাদের মুখে মাস্ক। অন্যদিকে, বাইডেনের সমাবেশে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়।