ট্রাম্পের শান্তি পরিকল্পনা বর্ণবাদ প্রথাকে শক্তিশালী করবেঃ মাহমুদ আব্বাস
- আপডেট সময় : ০৮:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বর্ণবাদ প্রথাকে আরো শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনবিষয়ক এক বৈঠকে এ কথা বলেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের আন্দোলন বন্ধ করার জন্য ট্রাম্প এই পরিকল্পনা উত্থাপন করেছে বলেও মন্তব্য করেন মাহমুদ আব্বাস। তিনি আরো বলেন, ফিলিস্তিনের জনগণ এই পরিকল্পনাকে প্রতিহত করবে। এদিকে, ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ পরিকল্পনার বিরোধিতা করেছে নিরাপত্তা পরিষদের ইউরোপীয় দেশগুলো। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনাটিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা করা হয়েছে। গেলো ২৮ জানুয়ারি ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনের নামে কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ফিলিস্তিনের জেরুজালেম শহরকে ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়।