ট্রাম্পের সমর্থকদের তান্ডবে ৪ জন নিহত
- আপডেট সময় : ০২:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ক্ষমতা হস্তান্তর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচে কলঙ্কময় দিন দেখলো দেশের জনগণ। জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভের সময় চার জন নিহত হয়েছে। ঘটনায় বিস্মিত ও স্তব্ধ হওয়ার প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন তারা। নিন্দার ঝড় বিশ্বজুড়ে। তবে, এতকিছুর পর আবারো শুরু হয়েছে অধিবেশন।
কংগ্রেসে স্বীকৃতি এখন আনুষ্ঠানিকতা মাত্র। নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ৭০ লাখের বেশি পপুলার ভোট পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। আর ইলেকটোরাল ভোটের হিসাবেও অনেক পিছিয়ে ট্রাম্প। তার ২৩২টির বিপরীতে বাইডেনের পক্ষে ৩০৬টি। কিন্তু শুরু থেকেই ভোট জালিয়াতির অভিযোগ ট্রাম্পের।তবে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের নির্বাচন কর্মকর্তা ও নিরপেক্ষ পর্যবেক্ষকরা ৩ নভেম্বরের নির্বাচনে বড় ধরনের জালিয়াতির অভিযোগকে ভ্রান্ত আখ্যা দিয়েছেন।
কংগ্রেসের যৌথ অধিবেশনে জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। মুহুর্তে সেখানে এক অরাজক পরিস্থিতির উদ্ভব হয়, যা ইতিহাসে বিরল। বিশৃঙ্খল পরিস্থিতির মুখে একপর্যায়ে কংগ্রেসের যৌথ অধিবেশন স্থগিত করা হয়। হামলার ঘটনার পর পুলিশ ক্যাপিটল ভবন থেকে আইন প্রণেতাদের নিরাপদে সরিয়ে নেয়। ক্যাপিটল ভবন থেকে ট্রাম্প-সমর্থকদের হটিয়ে দিতে পুলিশকে অন্তত তিন ঘণ্টা ধরে চেষ্টা চালাতে হয়। ভবনের ভেতর থেকে হামলাকারীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় ট্রাম্প-সমর্থকেরা পুলিশের ওপরও হামলা করে এবং ভবনে ভাংচুর চালায়।
সংঘর্ষে সবশেষ চারজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন সাবেক সেনা সদস্য। হতাহত হয়েছে বহু মানুষ। রাজধানী ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ায় জারি করা হয়েছে ১২ ঘন্টার কারফিউ । ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে; যাদের মধ্যে ৪৭ জনকে কারফিউ ভঙ্গকারী।যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ।
বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে ক্যাপিটল ভবনকে নিরাপদ ঘোষণা করে পুলিশ। পরে আইনপ্রণেতারা ফের অধিবেশনকক্ষে ফিরে আসেন। আবার শুরু হয় যৌথ অধিবেশন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বাইডেন। কংগ্রেসের যৌথ অধিবেশনে ইলেকটোরাল কলেজের ভোট গণনা ও প্রত্যয়ন হওয়ার মধ্য দিয়ে তার জয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক যৌথ অধিবেশনে নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় ডনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালায়। এ ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। নজিরবিহীন এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।
২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শপথ নেয়ার কথা। অনানুষ্ঠানিকভাবে ইলেকটোরাল কলেজ ভোটে বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন তিনি।