ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি বদলে দেবেন বাইডেন
- আপডেট সময় : ০২:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি বদলে দেবেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। অন্তত ৪ লাখ অবৈধ অভিবাসী প্রেসিডেন্ট বাইডেনের সময়ে বৈধ হবেন বলে ধারণা করা হচ্ছে।
জানুয়ারি থেকে বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দেবেন জো বাইডেন। এর সুবিধা পাবেন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরাও। চলতি বছর যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য এইচ ওয়ান বি ভিসা দেয়া বন্ধ করে দেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই মুসলিম দেশগুলো থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানান বাইডেন। ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়বে। অন্যান্য দেশের পাশাপাশি এর সুবিধা পাবেন বাংলাদেশিরাও। উচ্চশিক্ষার পর শিক্ষার্থীদের ওয়ার্ক পারমিট দেয়ার হার বাড়ানো হবে। বৈধ কর্মসংস্থানের পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার হারও বাড়বে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাদের বৈধতা দেয়ারও আশ্বাস দিয়েছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।