ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে এসে চীনের আরও দুটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে
- আপডেট সময় : ০১:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে এসে চীনের আরও দুটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে। এগুলো হলো চীনের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসএমআইসি এবং জ্বালানি তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএনওওসি।
এ দুই প্রতিষ্ঠান সন্দেহজনক চীনা সামরিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিরক্ষা দপ্তরের কালো তালিকাভুক্ত করতে চাইছে মার্কিন প্রশাসন। একটি নথি ও একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়। যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগেই এ দুই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে। এই পদক্ষেপ নেওয়া হলে এ দুই প্রতিষ্ঠানে মার্কিন বিনিয়োগকারীদের বিনিয়োগ করার রাস্তা বন্ধ হবে। একই সঙ্গে এটি বেইজিং-ওয়াশিংটন উত্তেজনা বাড়াবে। এর আগে রয়টার্স জানিয়েছিল, মার্কিন প্রতিরক্ষা দপ্তর চীনের সামরিক বাহিনীর মালিকানাধীন বা তাদের নিয়ন্ত্রিত আরও চারটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করতে পারে। তেমনটি হলে মার্কিন কালো তালিকাভুক্ত চীনা কোম্পানির সংখ্যা দাঁড়াবে ৩৫-এ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সাম্প্রতিক এক নির্বাহী আদেশ অনুযায়ী, মার্কিন বিনিয়োগকারীরা আগামী বছর থেকে কালো তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আর নিরাপত্তা সরঞ্জাম কিনতে পারবে না।