ট্রাম্প যেভাবে করোনা মহামারি মোকাবেলা করছেন, তা এক কথায় ‘নৈরাজ্যকর’ :বারাক ওবামা

- আপডেট সময় : ০৫:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ডোনাল্ড ট্রাম্প যেভাবে করোনা মহামারি মোকাবেলা করছেন, তা এক কথায় ‘নৈরাজ্যকর’। ফলে মহামারির বিরুদ্ধে লড়তে আমরা ব্যর্থ হচ্ছি। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্য করলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার প্রশাসনের সাবেক সদস্যদের সঙ্গে এক কনফারেন্সকালে এমন মন্তব্য করেন ওবামা।
করোনায় যুক্তরাষ্ট্রে ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছে। আর আক্রান্ত হয়েছে সাড়ে ১৩ লাখ। ওবামা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিন হাজার সদস্যের সঙ্গে ফোনকলে সবাইকে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের পাশে দাঁড়ানোর আহবান জানান ওবামা। তিনি বলেন, আমরা যে যুদ্ধে লড়তে যাচ্ছি, তা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় বরং স্বার্থপরতা, বর্ণবাদ, বিভক্তি এবং যারা অন্যদের শত্রু মনে করে তাদের বিরুদ্ধে। আর এসব প্রবণতা ঢুকিয়ে দেয়া হয়েছে আমেরিকানদের জীবনযাত্রায়। এ মহামারির বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের যে দূর্বলতা এটিও তার একটি কারণ। ওবামা বলেন, আমার কি সুবিধা তা দেখব, বাকীরা গোল্লায় যাক- এ ধরণের মানষিকতা একটি উত্তম সরকারের জন্যও মন্দ। এমনকি এটি অত্যন্ত বিশৃংখল ও বিপর্যয়কর।